Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লৌহজং উপজেলায় ‘সমলয়’ পদ্ধতিতে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে ধান চাষের শুভ উদ্বোধন
বিস্তারিত

অদ্য ২৩/০১/২০২৪ ইং তারিখ লৌহজং উপজেলায় ‘সমলয়’ পদ্ধতিতে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে ধান চাষের শুভ উদ্বোধন করা হয় । উক্ত অনুষ্ঠানে ২০০ জন কৃষক কৃষাণীর অংশগ্রহনে কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবুর রহমানের সঞ্চালনায়  প্রধান অতিথি উপস্থিত ছিলেন জনাব মোঃ ওসমান গনী তালুকদার,উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ,লৌহজং ও সভাপতিত্ব করেন জনাব মোঃ জাকির হোসেন,উপজেলা নির্বাহী অফিসার লৌহজং ।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এবিএম ওয়াহিদুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার,মুন্সীগঞ্জ,জনাব রিনা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান, লৌহজং,জনাব ফরিদুল  ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার,লৌহজং, শোয়েব বিন আজাদ,উপজেলাপ্রকৌশলী,লৌহজং, সাংবাদিকবৃন্দ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

ধান চাষে ‘সমলয়’ পদ্ধতি: কম খরচে বেশি ফলন

প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রে-তে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। এতে ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা মাঠে লাগানোর উপযোগী হবে।

রাসায়নিক সারের ব্যবহার না করে সামান্য জৈব সারের ব্যবহারে খরচ কমে যাচ্ছে। প্লাস্টিকের ট্রে-তে বীজতলা করায় ধানের চারা উত্তোলন, রোপণ, ফসল মাড়াই ও সবই একযোগে করা যাবে। উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধানের বীজ ব্যবহার করায় ১৪০ থেকে ১৪৫ দিনের মধ্যে ফসল তোলা সম্ভব।

লৌহজং  এ বছর প্রথমবারের মতো ৪০ শতক জমিতে সাড়ে ৪ হাজার ট্রে-তে ধানের বীজ বপন করা হয়েছে। এরপর স্থানীয় ৫২ কৃষকের ৫০ একর জমিতে হাইব্রিড ধান (SL8H) ধান রোপণ করা হয়।

সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল জাত ব্যবহার, ট্রে-তে বীজ বপন, কম বয়সের চারা রোপণ, চারা রোপণে রাইস ট্রান্সপ্ল্যান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, ধান কাটায় কম্বাইনড হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ কমানো ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকটের সমাধানে 'সমলয়' চাষাবাদ উজ্জ্বল দৃষ্টান্ত হবে।

ট্রে-তে চারা উৎপাদনে জমির অপচয়ও কম। রাইস ট্রান্সপ্ল্যান্টার দিয়ে চারা একই গভীরতায় সমানভাবে লাগানো যায়। ফলে ফলনও বাড়ে। একসঙ্গে রোপণ করায় ধান একসঙ্গে পাকবে ও কৃষকরা একসঙ্গে ধান ঘরেও তুলতে পারবেন।

কৃষিবিদ এবিএম ওয়াহিদুর রহমান জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বলেন, 'কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি "সমলয়" পদ্ধতি। কৃষকরা মাঠে একসঙ্গে একই জাতের ধান, একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করতে পারবেন। এ পদ্ধতিতে বীজতলা তৈরি, চারা রোপণ ও ধান কাটা—সবই যন্ত্রের মাধ্যমে হবে।'

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম বলেন, 'প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে "সমলয়" চাষ। স্বল্প জমিতে প্লাস্টিকের ফ্রেমে বা ট্রে-তে লাগানো যায় ধানের বীজ। ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা হয়। রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করলে সময় কম লাগবে।'

'একটা ট্রান্সপ্ল্যান্টার ঘণ্টায় এক একর জমিতে চারা লাগাতে পারে। এ লক্ষ্যে স্বল্প জমিতে অধিক পরিমাণ ধান উৎপাদনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় কৃষিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে 'সমলয়' পদ্ধতিতে বোরোর বীজতলা ও চাষাবাদের প্রস্তুতি নেওয়া হয়।

ডাউনলোড
প্রকাশের তারিখ
23/01/2024
আর্কাইভ তারিখ
23/01/2024