Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Distribution of free maize and onion seeds to 400 farmers under the Lauhjung Upazila Annual Development Program in the financial year 2023-24
Details

অদ‌্য ১৪/১২/২০২৩ খ্রি. তা‌রি‌খে লৌহজং উপজেলা বার্ষিক কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছ‌রে ২৪০ জন ভূট্টা ও ১৬০ জন পেঁয়াজসহ মোট ৪০০ জন কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে ভূট্টা ও পেঁয়াজ বিজ বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব মোঃ ওসমান গনী তালুকদার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লৌহজং, মুন্সীগঞ্জ।


বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লৌহজং, মুন্সীগঞ্জ।

জনাব রিনা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লৌহজং, মুন্সীগঞ্জ।


সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, লৌহজং, মুন্সীগঞ্জ

স্বাগত বক্তা হিসেবে উপ‌স্থিত ছি‌লেন কৃষিবিদ জনাব মোঃ শ‌রীফুল ইসলাম, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার, লৌহজং, মুন্সীগঞ্জ।

সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুকাইয়া সার‌মিন, কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার, লৌহজং, মুন্সীগঞ্জ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা প‌রিষ‌দের সদস‌্য, বীজ নি‌তে আগত স্থানীয় কৃষক ও কৃষাণীবৃন্দ, বি‌ভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এবং সম্মানীত সুধীবৃন্দ।

বিতরণেঃ উপজেলা পরিষদ, লৌহজং, মুন্সীগঞ্জ।
আ‌য়োজ‌নেঃ কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর, লৌহজং, মুন্সীগঞ্জ।

Attachments
Image
Publish Date
14/12/2023
Archieve Date
14/12/2023